সংসদে নারীদের অংশগ্রহণ বাড়াতে দলগুলোর সচেতনতার আহ্বান মঈন খানের

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান
রাজনীতি
0

জাতীয় সংসদ নির্বাচনে নারীদের অংশগ্রহণ বাড়াতে রাজনৈতিক দলগুলোকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, ‘দেশের জনসংখ্যার অর্ধেকই নারী, তাই সংসদে অন্তত ১৫০ জন নারী থাকা উচিত।’

আজ (রোববার, ১৭ আগস্ট) বিকেলে রাজধানীর গুলশানের একটি পাঁচ তারকা হোটেলে খান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘ঢাকায় জুলাই আন্দোলন ও নারীর ক্ষমতায়ন’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি। 

মঈন খান বলেন, ‘নারীদের রাজনীতির মূল ধারায় নিয়ে আসতে হলে রাজনৈতিক দলগুলোকে আন্তরিকভাবে নমিনেশন দিতে হবে।’

আরও পড়ুন:

একই সেমিনারে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘নারী নেতৃত্বের পথে ধর্মীয় বাধা অতিক্রম করতে হবে। যৌক্তিক বিতর্কের মাধ্যমেই সমাধান সম্ভব।’ 

এছাড়া গণঅধিকার পরিষদের নেতারা মনে করেন, আর্থ-সামাজিক প্রেক্ষাপটে সব রাজনৈতিক দলেই নারী নেতৃত্বকে গুরুত্ব দিতে হবে।

এসএইচ