আজ (রোববার, ১৭ আগস্ট) বিকেলে রাজধানীর গুলশানের একটি পাঁচ তারকা হোটেলে খান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘ঢাকায় জুলাই আন্দোলন ও নারীর ক্ষমতায়ন’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি।
মঈন খান বলেন, ‘নারীদের রাজনীতির মূল ধারায় নিয়ে আসতে হলে রাজনৈতিক দলগুলোকে আন্তরিকভাবে নমিনেশন দিতে হবে।’
আরও পড়ুন:
একই সেমিনারে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘নারী নেতৃত্বের পথে ধর্মীয় বাধা অতিক্রম করতে হবে। যৌক্তিক বিতর্কের মাধ্যমেই সমাধান সম্ভব।’
এছাড়া গণঅধিকার পরিষদের নেতারা মনে করেন, আর্থ-সামাজিক প্রেক্ষাপটে সব রাজনৈতিক দলেই নারী নেতৃত্বকে গুরুত্ব দিতে হবে।