সংবাদ সম্মেলনে সহসভাপতি নিশাদ অভিযোগ করেন, পরিকল্পিতভাবে তার রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে একটি মহল দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় একটি জাতীয় দৈনিক পত্রিকায় অসত্য তথ্য প্রচার করে তাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হয়েছে।
আরও পড়ুন:
তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে তারা পারিবারিক ভাবে জড়িত ও এলাকার মানুষের স্বার্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাই তার বিরুদ্ধে এ ধরনের ভিত্তিহীন সংবাদ প্রকাশ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’
তিনি অবিলম্বে এ ধরনের মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ বন্ধ করার আহ্বান জানান এবং সাংবাদিকতার নৈতিকতা রক্ষায় সত্য সংবাদ পরিবেশনের দাবি জানান।