আজ (মঙ্গলবার, ১৯ আগস্ট) দুপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে, জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধানিবেদন শেষে এসব আহ্বান জানান তিনি।
অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে রিজভী বলেন, ‘ঋণ নবায়নের নামে এ সরকারও আগের সরকারের মতো খেলাপিদের পুনর্বাসন করছে।’
আরও পড়ুন:
আর্থিক খাতের অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংকের উদাসীনতা দায়ী বলে অভিযোগ করেন তিনি।
এছাড়া বিগত আওয়ামী সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশে প্রণোদিত হয়ে যেসব ভোটকেন্দ্র তৈরি করা হয়েছিল, সেগুলো সংস্কার করে জনগণের অনুপাত অনুযায়ী নতুন ভোটকেন্দ্র স্থাপনের আহ্বানও জানান তিনি।