আজ (বৃহস্পতিবার, ২১ আগস্ট) বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।
হামিদুর রহমান আযাদ বলেন, ‘নির্বাচনের জন্য যে শর্ত এবং দাবিগুলো জামায়াত দিয়েছে সেগুলো নিশ্চিত করেই নির্বাচনে যেতে হবে সরকারকে। জনগণ চাইলে পিআর পদ্ধতিতে সরকারকে যেতেই হবে।’
এখনও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি বলেও মন্তব্য করেন জামায়াতের এ নেতা।
আরও পড়ুন:
প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে ইসির সীমানা পুনর্নিধারণ নিয়ে বেশকিছু আসনে আপত্তি জানিয়েছে জামায়াতে ইসলামী।
হামিদুর রহমান আযাদ বলেন, ‘পিআর পদ্ধতি বাংলাদেশের জন্য নতুন হলেও বিশ্বের জন্য নতুন নয়। বাংলাদেশে রাজনৈতিক সংকটের অন্যতম কারণ নির্বাচন। এই সংকট উত্তরণের সর্বোচ্চ পন্থা পিআর।’