গণঅভ্যুত্থানের প্রত্যাশা না বুঝলে রাজনৈতিক দলের ভবিষ্যৎ নেই: আমির খসরু

কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী
রাজনীতি
0

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের মানুষের মধ্যে যে প্রত্যাশা ও আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, তা রাজনৈতিক দলগুলো যদি বুঝতে না পারে, তাদের কোনো ভবিষ্যৎ নেই।

আজ (বৃহস্পতিবার, ২৮ আগস্ট) সকালে রাজধানীর গুলশানে ওয়ার্ল্ড ভিশনের চতুর্থ শিশু ও যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন:

তিনি আরও বলেন, ‘রাজনীতি ও অর্থনীতিতে সবাই যেন সমানভাবে অংশগ্রহণ করতে পারে, তার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা অত্যন্ত জরুরি।’

এছাড়া, আগামীর বাংলাদেশের সব কার্যক্রম প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ছড়িয়ে দেয়ার আহ্বান জানান তিনি।

সেজু