আজ (শুক্রবার, ২৯ আগস্ট) বিকেলে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে মায়ের ডাক আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘দু’একটি রাজনৈতিক দল নির্বাচনী রোডম্যাপ নিয়ে ধোয়াশা সৃষ্টির চেষ্টা করছে, কোনো সংশয় থাকলে আসুন আলোচনা করি। কোনোভাবেই ঐক্য ফাটল ধরানো যাবে না, আলোচনার মাধ্যমে সংশয় ও দোদুল্যমানতা দূর করতে হবে।’
আরও পড়ুন:
আগামীতে গুম প্রতিরোধে সব ধরনের উদ্যোগ নেয়ার আশ্বাস জানিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘ভবিষ্যতে এদেশের কোনো নাগরিকের স্বজনকে যেন গুমের বিচারের দাবিতে রাস্তায় নামতে না হয়।’