সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়তে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ বেলাল হোসেন। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর আমির ড. মাওলানা কেরামত আলীসহ অন্যান্য নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, ‘একটি আধুনিক ও কল্যাণকর রাষ্ট্র গড়তে হলে ইসলামের বিকল্প নেই। আর এই আধুনিক ও কল্যাণকর রাষ্ট্রের রূপকার বিশ্বনবী মুহাম্মদ (সা.)। মহানবী (সা.)-কে আল্লাহ রহমত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। তিনি-ই হচ্ছেন উত্তম আদর্শ। আল্লাহর সঙ্গে মুহাম্মদকে এক করলে দুনিয়ার সবাই মুশরিক হয়ে যাবে। শ্রেষ্ঠ নীতি হচ্ছে রাজনীতি।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘মুহাম্মদ (সা.) যেভাবে রাষ্ট্রনীতি করেছেন সেভাবেই রাষ্ট্র ব্যবস্থা করতে হবে। আল্লাহর আইন চালু করলে সব অন্যায় কমে যাবে। আল্লাহর আইনে কোনো ভুল নেই। এই আইন চালু করলে রাষ্ট্রের কল্যাণ হবে। বাংলাদেশ জামায়াত ইসলামী দুনিয়া ও আখেরাতের কল্যাণের জন্য কাজ করছেন। আমরা ইসলামের জন্য কাজ করি জামায়াতে ইসলামীর জন্য নয়।’
রাষ্ট্র পরিচালনার জন্য নামাজ কায়েম, যাকাত প্রদান করে, ভালো কাজে সহযোগিতা, মন্দ কাজে বাধা প্রধান করতে হবে— তবেই কল্যাণকর রাষ্ট্র হবে বলেও জানান বক্তারা।