ব্রাহ্মণবাড়িয়া-৪ আসন: ‘বহিরাগত’ মনোনয়ন ঠেকাতে ঐক্যবদ্ধ স্থানীয় বিএনপি

ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় ঐক্যবদ্ধ স্থানীয় বিএনপির জনসমাবেশ
রাজনীতি
0

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনে ‘বহিরাগত’ কোনো প্রার্থীকে বিএনপির মনোনয়ন না দেয়ার অনুরোধ জানিয়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে চাওয়া ছয়জন নেতা। এ সংক্রান্ত ঐক্যের ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমান।

আজ (শুক্রবার, ২৪ অক্টোবর) বিকেলে কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের চারগাছ এন.আই. ভূঁইয়া ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত জনসভায় এ ঐক্যের ঘোষণা দেন তারা। সভার আয়োজন করে মূলগ্রাম ইউনিয়ন বিএনপি, যেখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিও তুলেন।

ঐক্যের ঘোষণা দেয়া প্রার্থীরা হলেন— বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমান, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী নাজমুল হুদা খন্দকার, সহসভাপতি মো. ইলিয়াস, সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, আখাউড়া উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন ও কেন্দ্রীয় কৃষকদলের সদস্য নাসির উদ্দিন হাজারী।

আরও পড়ুন:

জনসভায় দাবি তোলা হয়, জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়াকে ‘বহিরাগত প্রার্থী’ আখ্যায়িত করে মনোনয়ন না দেয়ার জন্য। এছাড়া ছয় প্রার্থী মধ্যে যেকোনো একজনকে মনোনয়ন দিলে দলের পক্ষে সকলে কাজ করবেন বলে ঘোষণা দেয়া হয়।

সভায় বক্তারা বলেন, গত ১৭ বছরে আওয়ামী সরকারের শাসনে কসবা ও আখাউড়ার মানুষ অনেক নির্যাতনের মুখোমুখি হয়েছে। তাই নতুন করে কোনো যন্ত্রণা না বাড়াতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সঠিক সিদ্ধান্ত নেয়ার জন্য অনুরোধ জানানো হয়।

প্রকৌশলী নাজমুল হুদা খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ছয় প্রার্থীর পাশাপাশি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।

এসএইচ