জুলাই সনদে বিএনপির সই করা পাতা বদলে জমা দিয়েছে ঐকমত্য কমিশন: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
এখন জনপদে
রাজনীতি
1

জুলাই জাতীয় সনদ-২০২৫ এ বিএনপির স্বাক্ষরিত পাতা নেই, অথচ অন্য পাতা যুক্ত করে ঐকমত্য কমিশন সনদ জমা দিয়েছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আজ (বৃহস্পতিবার, ৩০ অক্টোবর) দুপুরে ফরিদপুরের রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের জন্মান্ধ গফুর মল্লিকের বাড়িতে আর্থিক সহায়তা দেয়ার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এসময় তিনি এমন অভিযোগ তোলেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘জুলাই জাতীয় সনদ-২০২৫ স্বাক্ষর হলো। যখন স্বাক্ষর করেছেন সব রাজনৈতিক দল, সেই স্বাক্ষরের যে কাগজটি, যেটি চূড়ান্তভাবে জমা দিল ঐকমত্য কমিশন, দেখা গেলো যে বিএনপি যেটা স্বাক্ষর করেছে ওই পাতা নেই, অন্য পাতা সেখানে যুক্ত হয়েছে। এটা তো দুঃখজনক কথা।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘ড. ইউনূস সাহেবকে সবাই সম্মান করে, তিনি একজন গুণিজন। তার নেতৃত্বে যে সরকার, তাকে তো বিএনপিসহ আন্দোলনরত সব দল সমর্থন করেছে। তার গঠন করা বিভিন্ন কমিশনের মাঝখান থেকে এই ধরনের প্রতারণামূলক কোনো কাজ হবে, এটা মানুষ আশা করে না, মানুষ বিশ্বাস করে না।’

বিএনপির এ নেতা দাবি করেন, জুলাই সনদে ৪৭ থেকে ৪৮টি ধারা রয়েছে, যেগুলো আইনগতভাবে কার্যকর করতে সংবিধান সংশোধনের প্রয়োজন হবে।

এসএইচ