এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি: নারায়ণগঞ্জে নাহিদ ইসলাম

নারায়ণগঞ্জ
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম
দেশে এখন , এখন জনপদে
রাজনীতি
0

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এককভাবে অংশ নিতে প্রস্তুত বলে জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ (বুধবার, ৫ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ শহরের গোদনাইল এলাকায় শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা জানান।

গাজী সালাউদ্দিন ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় একাধিক স্প্লিন্টারের আঘাতে আহত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। গত ২৬ অক্টোবর মারা যান তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ শীর্ষ পর্যায়ের কিছু আসন ছাড়া সব আসনেই প্রার্থী দেবে এনসিপি। এছাড়া অন্য আসনগুলোতে একক প্রার্থী দেওয়ার প্রস্তুতি চলছে। জোটের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি, এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেয়া হচ্ছে।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘গণঅভ্যুত্থানের আহত যোদ্ধা যারা রয়েছেন এখনো যারা কাতরাচ্ছেন, এখনো যাদের শরীরে স্পিন্টার রয়েছে, যারা নানাভাবে অঙ্গ ক্ষতিগ্রস্ত রয়েছে তাদেরকে সর্বাত্মকভাবে সর্বোচ্চ পরিমাণে সহযোগিতা করা প্রয়োজন। চিকিৎসার নেয়া প্রয়োজন। সেট যাতে সরকারের জায়গা থেকে করে। অনেকে যে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন। হয়তো সাময়িক একটা চিকিৎসা অনেকেই পেয়েছেন কিন্তু দীর্ঘমেয়াদী চিকিৎসাগুলো যদি অব্যাহত না থাকে তাহলে এরকম ঘটনা কিন্তু ঘটতে থাকবে। নির্বাচনি ডামাডোলের এ সময়েও আহত জুলাই যোদ্ধাদের ভুলে গেলে চলবে না। তাদের চিকিৎসা ও পুনর্বাসনের দায়িত্ব রাষ্ট্রের। শুধু প্রাথমিক চিকিৎসা নয়, দীর্ঘমেয়াদি চিকিৎসার ব্যবস্থাও করতে হবে। তবেই তাদের প্রকৃত মূল্যায়ন হবে।’

তিনি আরও বলেন, ‘দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় যারা জীবন বাজি রেখেছেন, তাদের ত্যাগের প্রতি সম্মান জানানোই নাগরিক পার্টির অঙ্গীকার।’

এসময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির নারায়ণগঞ্জ জেলা সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, আহমেদ তনু, সালেহ আহমেদসহ স্থানীয় নেতাকর্মীরা।


ইএ