দেশের বৃহত্তর স্বার্থে তারেক রহমানের উত্তরবঙ্গ সফর স্থগিত হয়েছে: টুকু

সিরাজগঞ্জ
ইকবাল হাসান মাহমুদ টুকু
এখন জনপদে
রাজনীতি
3

নির্বাচন কমিশনের অনুরোধে দেশের বৃহত্তর স্বার্থে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উত্তরবঙ্গ সফর স্থগিত হয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। আজ (শনিবার, ১০ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘নির্বাচনের মধ্য দিয়ে যখন কোনো সরকার আসে, সে সরকারের প্রতি মানুষের আস্থা আসে, বিদেশিদেরও আস্থা আসে। দেরিতে হলেও দেশে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সে নির্বাচনকে প্রতিহত করার জন্য নানারকম পায়তারা চলছে। সে পায়তারারই একটি অংশ ছিল, তারেক রহমানের উত্তরবঙ্গে সফর বাতিল করা।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘তারেক রহমানে উত্তরবঙ্গ সফর ছিল একটি পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানে যোগ দেয়া। এটি কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না। তারপরও একটি দল নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছে। পরে নির্বাচন কমিশন এ সফর বাতিলের অনুরোধ করলে দেশের বৃহত্তর স্বার্থ ও কল্যাণের জন্য তারেক রহমানের উত্তরবঙ্গের সফর স্থগিত করা হয়।’

বিএনপির এ নেতা বলেন, ‘দেশের মানুষ তারেক রহমানের প্রতি যে আস্থা রেখেছে। ওনার যেসব রাজনৈতিক কর্মসূচিগুলো প্রচার হচ্ছে, সেগুলো বাস্তবায়ন করা গেলে শহিদ জিয়া ও খালেদা জিয়ার মতো তারেক রহমানও দেশের মানুষের হৃদয়ের মনিকোঠায় স্থান করে নেবে।’

এসএস