তার প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর করা আপিল আবেদনটি নামঞ্জুর করা হয়েছে।
আজ (শনিবার, ১৭ জানুয়ারি) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে শুনানি শেষে এ ঘোষণা দেয় ইসি।
গত ৯ জানুয়ারি নির্বাচন কমিশনে হাসনাত আবদুল্লাহর প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেছিলেন বিএনপি প্রার্থী। হাসনাত তার নির্বাচনি ব্যয়ে ‘ক্রাউড ফান্ডিং’-এর মাধ্যমে প্রাপ্ত যে ৩০ লাখ টাকার কথা উল্লেখ করেছেন, সেটি উল্লেখ করেই ইসিতে আপিল করেন বিএনপি প্রার্থী।
আরও পড়ুন:
তবে আজকের আপিল শুনানিতে ওই অভিযোগ গৃহীত হয়নি। সেজন্য হাসনাতের মনোনয়ন বৈধ বলে গণ্য হয়েছে এবং তার নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই বলে জানিয়েছে ইসি।
এদিকে ঋণ খেলাপির অভিযোগ তুলে একই আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোয়নপত্র কেন বাতিল করা হবে না, সেজন্য ইসিতে আপিল করেছিলেন হাসনাত আবদুল্লাহ।
আজ ইসির আপিল শুনানিতে হাসনাতের সেই আবেদনটি মঞ্জুর করা হয়। আর এর ফলে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করলো নির্বাচন কমিশন।
প্রসঙ্গত, গত ১৪ জানুয়ারি ঋণখেলাপির তালিকায় থাকা মঞ্জুরুল আহসান মুন্সীর নাম স্থগিত করে জারি করা রুল দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে ঋণখেলাপির তালিকা থেকে মঞ্জুরুল আহসান মুন্সীর নাম বাদ দিয়ে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত সংক্রান্ত চেম্বার আদালতের আগের আদেশও বহাল রাখা হয়েছে। এদিন আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন।





