নাহিদ ও নাসীরুদ্দীনকে বিধিবহির্ভূতভাবে শোকজ করেছে ইসি: এনসিপি

নাসীরুদ্দীন পাটওয়ারী ও নাহিদ ইসলাম
রাজনীতি
0

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারীকে নির্বাচন কমিশন (ইসি) বিধিবহির্ভূতভাবে শোকজ নোটিশ দিয়েছে বলে অভিযোগ করেছে দলটি।

আজ (রোববার, ১৮ জানুয়ারি) রাতে এনসিপির নির্বাচনি মিডিয়া উপ-কমিটির প্রধান মাহাবুব আলমের পাঠানো এক বার্তায় এ অভিযোগ করা হয়।

আরও পড়ুন:

এ বার্তায় বলা হয়, গণভোটের পক্ষে ক্যাম্পেইন (প্রচার) করায় ইসি শোকজ করেছে। ‘দেশ সংস্কারের গণভোট হ্যাঁ-এর পক্ষে থাকুন’ সম্বলিত ব্যানার টানানো হয়েছে, যেটা নাহিদ ইসলামের শাপলাকলি মার্কায় ভোট দেয়ার কোনো প্রচারণা ছিল না। গণভোটের প্রচারের জন্য যে সকল বিধিমালা রয়েছে তা কোনোভাবেই লঙ্ঘিত হয়নি।

এছাড়া নির্বাচনি আচরণ বিধিমালার কোনো ব্যত্যয় ঘটেনি বলেও দাবি করা হয় এ বার্তায়।

এসএইচ