বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

আমিনুল ইসলাম বুলবুল
এখন মাঠে
0

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। আজ (শুক্রবার, ৩০ মে) বিকেলে জরুরি বোর্ড সভায় পরিচালকদের ভোটে তিনি সভাপতি নির্বাচিত হন। বিসিবির পরবর্তী নির্বাচনের আগ পর্যন্ত সভাপতির দায়িত্ব সামলাবেন সাবেক এই অধিনায়ক। এ ছাড়াও সিনিয়র সহ-সভাপতি নাজমুল আবেদীন ফাহিম ও সহ-সভাপতি ফাহিম সিনহা নির্বাচিত হয়েছেন।

এদিন বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে বিসিবির পরিচালক হিসেবে আমিনুল ইসলাম বুলবুলকে মনোনয়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১৩.২ (খ) (৪) মোতাবেক পরিচালক আমিনুল ইসলামকে জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক মনোনীত করা হলো।

জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কোটায় পরিচালক পদ পাওয়া ফারুকের মনোনয়ন বাতিল করা হয়েছে গতকাল (বৃহস্পতিবার)। গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর এনএসসি মনোনীত পরিচালক হিসেবে বিসিবির সভাপতি হয়েছিলেন তিনি। যে উপায়ে সভাপতি হয়েছিলেন, ১০ মাস পর একই সূত্রে তিনি সভাপতির পদও হারালেন।

বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরি এসেছিল বুলবুলের ব্যাট থেকে। ২০০০ সালের নভেম্বরে বাংলাদেশের অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ভারতের বিপক্ষে ৩৮০ বলে ১৪৫ রানের অসাধারণ এক ইনিংস খেলেছিলেন বুলবুল।

দীর্ঘদিন ধরে আইসিসির ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কাজ করছেন বুলবুল। অনেক দিন ধরেই পরিবার নিয়ে থাকেন মেলবোর্নে। সম্প্রতি তিনি দেশে এসেছেন পারিবারিক প্রয়োজনে। সেই সফরই এখন বাংলাদেশ ক্রিকেটের পালাবদলের এক অধ্যায়ে। বুলবুল এখন দায়িত্ব পালন করছেন আইসিসির এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে। এ ছাড়া হাই পারফরম্যান্স ফ্রেমওয়ার্ক সাজানো, টুর্নামেন্ট ফ্রেমওয়ার্কসহ বিভিন্ন ট্রেনিং অ্যাডুকেশন কার্যক্রম পরিচালনা করেন।

গত বছর অন্তর্বর্তী সরকার গঠনের পর পদত্যাগ করেন নাজমুল হাসান পাপন। তারপর ২১ আগস্ট ফারুক আহমেদ হয়েছিলেন বিসিবি সভাপতি। গতকাল রাতে ফারুকের পরিচালক পদের মনোনয়ন বাতিল করে জাতীয় ক্রীড়া পরিষদ। এর মধ্য দিয়ে বিসিবির সভাপতি পদে ফারুকের থাকা শেষ হয়ে যায়। এর আগে তিনি বিসিবির প্রধান নির্বাচকের দায়িত্বেও ছিলেন।

এনএইচ