আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থ’ মিরাজ

মেহেদি হাসান মিরাজ
ক্রিকেট
এখন মাঠে
0

এপ্রিল মাসে আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’র পুরস্কার জিতলেন টাইগার অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। আজ (বুধবার, ১৪ মে) এপ্রিল মাসের সেরা ক্রিকেটারের নাম ঘোষণা করেছে আইসিসি।

সেরার দৌড়ে মিরাজ পেছনে ফেলেছেন জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি ও নিউজিল্যান্ডের বেন সিয়ার্সকে। ক্যারিয়ারে প্রথমবার আইসিসির মাস সেরার পুরস্কার জিতলেন মিরাজ।

সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে মাসসেরা হয়েছেন মিরাজ। সবশেষ জিম্বাবুয়ে সিরিজে ব্যাট-বলে দারুণ ছন্দে ছিলেন তিনি।

দুর্দান্ত ফর্মের ছাপ পড়েছে র‍্যাংকিংয়ে। টেস্ট সংস্করণের অলরাউন্ডারদের তালিকায় ক্যারিয়ার সেরা দুই নম্বরে উঠে এসেছেন মিরাজ।

এসএস