দুই সিরিজ হেরে দেশে ফিরেছে ক্রিকেট দল

বাংলাদেশ ক্রিকেট দল
ক্রিকেট
এখন মাঠে
0

সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরে সিরিজ হারের দুঃস্মৃতি নিয়ে দুই গ্রুপে ভাগ হয়ে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল।

সোমবার (২ জুন) প্রথম ভাগ বিকেল ৫টা ২০ মিনিটে ঢাকায় পোঁছেছে আর দ্বিতীয় গ্রুপটি এসেছে রাতে। সফরে শুরুতে আরব আমিরাতে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে গেলেও পরবর্তীতে তিন ম্যাচে রূপ নেয় সেটি।

জয় দিয়ে শুরু করলেও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে হারে লিটন দাসের দল। পাকিস্তান সফরেও টানা তিন ম্যাচ হেরে হোয়াইটওয়াশের লজ্জায় ডোবে দলটি। দেশে ফিরে ঈদের ছুটি কাটাবেন খেলোয়াড়রা।

চলতি মাসেই শ্রীলঙ্কা সফরে যাবে টাইগাররা। লঙ্কান সফরে দুই টেস্ট, তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলবে নাজমুল শান্ত-লিটনরা।

সেজু