তিন ফরম্যাটের পুর্নাঙ্গ সিরিজ খেলতে বর্তমানে শ্রীলঙ্কায় আছে বাংলাদেশ দল। আজ (রোববার, ১৫ জুন) সেখানে প্রথমদিনের মাঠের অনুশীলন করে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।
আগামী ১৭ জুন টেস্ট সিরিজ দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। দুই ম্যাচের টেস্ট সিরিজের পর আগামী মাসের ২ তারিখ থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ।
৩ ম্যাচের সেই সিরিজ দিয়েই মূলত মিরাজের অধিনায়কত্বের ক্যারিয়ার শুরু হবে। তবে এর আগেই জ্বরে আক্রান্ত হলেন তিনি। এতে প্রথম টেস্টেও তার উপস্থিতি নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।