কিং সিটিতে বাহামাসকে ৭ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বার ছোট ফরম্যাটের বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করলো কানাডা। ২০২৪ সালে প্রথমবার খেলেই আয়ারল্যান্ডকে হারিয়ে দিয়েছিল তারা।
ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করবে আগামী বছরের বিশ্বকাপ। আয়োজক দুই দেশ ও কানাডার পাশাপাশি আগেই জায়গা নিশ্চিত করেছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তান।
২০ দলের টুর্নামেন্টের বাকি ৭টি দল আসবে আঞ্চলিক বাছাইপর্ব থেকে। দু’টি করে দল সুযোগ পাবে ইউরোপ ও আফ্রিকা থেকে। তিনটি দল যাবে এশিয়া ও ইস্ট এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে।