এজবাস্টন টেস্টে নিখুঁত আম্পায়ারিং: ক্রিকেট বোদ্ধাদের প্রশংসা কুড়াচ্ছেন সৈকত

শারফুদ্দৌলা ইবন সৈকত
ক্রিকেট
এখন মাঠে
0

ভারত-ইংল্যান্ড এজবাস্টন টেস্টে নিখুঁত আম্পায়ারিং করে ক্রিকেট বোদ্ধাদের প্রশংসা কুড়িয়েছেন আইসিসির এলিট প্যানেলের বাংলাদেশি আম্পায়ার শারফুদ্দৌলা ইবন সৈকত। পুরো ম্যাচে বেশ কিছু আত্মবিশ্বাসী সিদ্ধান্তে নজর কেড়েছেন সবার।

ভারত ও ইংল্যান্ডের মধ্যে এজবাস্টনে অনুষ্ঠিত অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির দ্বিতীয় টেস্টে অনবদ্য আম্পায়ারিং করেছেন বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। দারুণ আম্পায়ারিংয়ের জন্য তার প্রশংসা করেছেন খ্যাতিমান ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে।

আইসিসির এলিট আম্পায়ার প্যানেলে যুক্ত হওয়া প্রথম এবং একমাত্র বাংলাদেশি সৈকত এই টেস্টে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিয়েছেন। ৫ দিনের টেস্টে সৈকতের দেওয়া ১০ টি সিদ্ধান্ত রিভিউ হয় এর মাঝে ৮ টি সিদ্ধান্ত ছিল সঠিক।

ম্যাচের পর এই ব্যাপারা হার্শা তার এক্সে লিখেন, এই ম্যাচে আম্পায়ারিং অসাধারণ হয়েছে। ক্রিস গ্র্যাফানির কাছ থেকে তো মান আশা করা যায়ই, কিন্তু শরফুদ্দৌলা সৈকত ছিলেন দুর্দান্ত।

সৈকতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল বেন স্টোকসের আউট। ওয়াশিংটন সুন্দরের বলে তার জোরালো এলবিডব্লিউর আবেদনে সাড়া দেন সৈকত। সৈকতের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিভিউ নেন স্টোকস। রিভিউতে বাংলাদেশের আম্পায়ারের সিদ্ধান্ত থাকে বহাল। এত সূক্ষ্ম জিনিস সঠিক সিদ্ধান্ত দেওয়ায় বেশি প্রশংসায় ভাসছেন তিনি।

আইসিসির এলিট প্যানেলে আম্পায়ার হিসেবে যুক্ত হবার পর ৬ টেস্টে সর্বমোট ৩১টি সিদ্ধান্ত সঠিক দিয়েছেন তিনি। এর মাঝে গেল বছর মুলতানে পাকিস্তান-ইংল্যান্ড টেস্ট ও ডারবানে দক্ষিণ আফ্রিকা-শ্রীলংকা টেস্টে সম্পূর্ণ নির্ভুল সিদ্ধান্ত ছিল সৈকতের। সাফল্যের হার ৭৫.৬১ শতাংশ।

৪৮ বছর বয়সী সৈকত লর্ডসে সিরিজের তৃতীয় টেস্টেও অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন। ম্যাচ শুরু হবে ১০ জুলাই।

এএইচ