১৫ সদস্যের এই দলে যথারীতি অধিনায়ক হিসেবে থাকছেন সালমান আলী আঘা। তবে দলের তিন বড় মুখ বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান এবং শাহিনশাহ আফ্রিদি এ সিরিজেও দলে থাকছেন না।

পেস আক্রমণেও নেই পরিচিত মুখ। পুনর্বাসনে আছেন নাসিম শাহ, হারিস রউফ ছিটকে গিয়েছে মেজর লিগ ক্রিকেটে খেলতে গিয়ে ইনজুরির কারণে।
পেসার হিসেবে বাংলাদেশ সফরের দলে জায়গা করে নিয়েছেন সালমান মির্জা। স্পিন বিভাগে যুক্ত হচ্ছেন সুফিয়ান মুকিম। তিন ম্যাচের এই সিরিজটি শুরু হবে আগামী ২০ জুলাই থেকে। ২২ এবং ২৪ জুলাই হবে বাকি দুই ম্যাচ।