ব্যাটারদের রানখরা কাটাতে পছন্দের প্রতিপক্ষ এখন বাংলাদেশ!

মাঠে বাংলাদেশ দলের একটি অংশ
ক্রিকেট
এখন মাঠে
0

দিনে দিনে ওয়ানডে ক্রিকেটে যেন ব্যাটারদের প্রিয় প্রতিপক্ষ হয়ে উঠছে বাংলাদেশ। রানখরা কাটাতে বাংলাদেশই যেন এখন শেষ ভরসা। সদ্য শেষ হওয়া শ্রীলঙ্কা সিরিজে মাত্র তিন ম্যাচে টাইগার বোলারদের বিপক্ষে সেঞ্চুরি হয়েছে দু'টি আর হাফ সেঞ্চুরি তিনটি।

পরিসংখ্যান বলছে, শেষ পাঁচ বছরে একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরি হজম করা দল এখন বাংলাদেশ। যেখানে আইসিসির সহযোগী দেশগুলোর চেয়েও পিছিয়ে টাইগাররা।

৩ ম্যাচের সিরিজে দুই সেঞ্চুরি, সঙ্গে তিন ফিফটি। শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশ ১ ম্যাচে জয় পেলেও বোলারদের ওপর দিয়ে বেশ বড়সড় একটা ঝড় বয়ে গেছে, তা আর বলার অপেক্ষা রাখে না।

যে পিচে টাইগারদের ব্যাটিং লাইনআপ সংগ্রাম করেছে, সেই একই পিচে লঙ্কান ব্যাটারদের অনেকেই খেলেছেন সাবলীল ইনিংস। সিরিজের শেষ ম্যাচেও বাংলাদেশের জন্য হারের গল্পটা লেখা হয়েছিল কুশল মেন্ডিস আর চারিথ আসালাঙ্কার দারুণ ব্যাটিংয়ের ওপর ভর করেই।

অবশ্য শেষ ৫ বছর বিবেচনায় আনলে এই দৃশ্য খুব একটা অপরিচিত নয় বাংলাদেশের বোলিং ইউনিটের জন্য। সাম্প্রতিক সময়ে ওয়ানডে ফরম্যাটে টাইগার বোলারদের বিপক্ষে বেশ সাবলীল ব্যাটিং করতে দেখা গেছে ব্যাটারদের।

পরিসংখ্যান বলছে, ২০২০ সালের পর থেকে একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরি হজম করতে হয়েছে বাংলাদেশকেই। আর এই তালিকায় আইসিসির সহযোগী দেশগুলোর চেয়েও নিচে অবস্থান লাল-সবুজের প্রতিনিধিদের।

গেল প্রায় পাঁচ বছরে, বাংলাদেশের বিপক্ষে ২৭ ম্যাচে সেঞ্চুরি হয়েছে ৩২টি। যেখানে অন্যকোনো দেশকে ৩০টি সেঞ্চুরিও হজম করতে হয়নি। ২০২০ সালের পর থেকে ইংল্যান্ডের বোলাররা হজম করেছে ২৮টি ওয়ানডে সেঞ্চুরি। নেদারল্যান্ডস এবং নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি হয়েছে ২৭টি। আর অস্ট্রেলিয়া হজম করেছে ২৬ সেঞ্চুরি।

তবে, বাংলাদেশের বিপক্ষে কেবল সেঞ্চুরি করেই থেমে থাকেননি ব্যাটাররা। বরং খেলেছেন আরও বড় ইনিংস। ৩২টি সেঞ্চুরির মধ্যে ১১ বারই সেঞ্চুরিয়ান ব্যাটারকে আউট করতে ব্যর্থ হয়েছে টাইগার বোলাররা।

একদিনের ক্রিকেটে ব্যাটারদের ধারাবাহিক ব্যর্থতার পাশাপাশি বোলারদের এমন যাচ্ছেতাই পারফরম্যান্সের কারণে হারের বৃত্ত থেকে যেন কিছুতেই বের হতে পারছেনা টাইগাররা।

এসএইচ