ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮ উইকেটের বড় জয় অস্ট্রেলিয়ার

ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি ম্যাচ
ক্রিকেট
এখন মাঠে
0

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮ উইকেটের বড় জয় পেয়েছে অস্ট্রেলিয়া। এ জয়ে ৫ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা। আগে ব্যাট করতে নেমে ওপেনার ব্রেন্ডন কিংয়ের ঝোড়ো গতির ফিফটিতে উড়ন্ত সূচনা পায় ক্যারিবিয়ানরা। যদিও এরপর আর কেউই সেভাবে দলের স্কোর বাড়াতে পারেননি।

৫ উইকেট হারানোর পর ওয়েস্ট ইন্ডিজের হাল ধরেন আন্দ্রে রাসেল। ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচে ১৫ বলে করেছেন ৩৬ রান। শেষ পর্যন্ত স্বাগতিকরা নির্ধারিত ২০ ওভারে তুলেছে ১৭২ রান।

৩ উইকেট শিকার করেন অ্যাডাম জাম্পা। ব্যাট হাতে দুই অজি ওপেনার গ্লেন ম্যাক্সওয়েল এবং মিচেল মার্শ ব্যর্থ হলেও ভুগতে হয়নি তাদের।

জশ ইংলিশ এবং ক্যামেরন গ্রিনের ৫৯ বলে ১৩১ রানের পার্টনারশিপ ২৮ বল বাকি থাকতেই অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করে।

সেজু