পাকিস্তানের হয়ে অধিনায়ক সালমান আঘার ৩৩ বলে ৩৮ ও মোহাম্মদ নাওয়াজের ২৩ বলে ৪০ রানই ছিল পাকিস্তানের ইনিংসে উল্লেখযোগ্য ব্যক্তিগত স্কোর। ৪ ওভার বল করে ৪ উইকেট তুলে নেন জেসন হোল্ডার।
১৩৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় স্বাগতিকরা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলে কেউই অবশ্য থিতু হতে পারেননি ক্রিজে।
স্বাগতিকদের হয়ে ২০ বলে ২৮ রানের ইনিংসটি আসে গুডাকেশ মোটির ব্যাট থেকে। শেষ ওভারে ৮ রান দরকার হলে ইনিংসের শেষের বল চার মেরে জয় নিশ্চিত করেন হোল্ডার।
খেলেন ১০ বলে ১৬ রানের ইনিংস। অলরাউন্ড নৈপুণ্যে জিতেন প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার।