চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে এশিয়া কাপে বাংলাদেশের যাত্রা

বাংলাদেশ টি-টোয়েন্টি দল জাকের আলী অনিক
ক্রিকেট
এখন মাঠে
0

কাউকে জবাব দিতে নয়, নিজেদের সেরা ক্রিকেট খেলতেই এশিয়া কাপে যাচ্ছে বাংলাদেশ। প্রধান লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। এশিয়া কাপে অংশ নিতে দুবাইয়ের ফ্লাইট ধরার আগে এমনটাই জানিয়েছেন জাতীয় দলের মিডল অর্ডার ব্যাটার জাকের আলী অনিক। দুই দফার প্রথম ফ্লাইটে এশিয়া কাপে যাচ্ছেন লিটন-জাকেরসহ ৯ ক্রিকেট, বাকিরা ফ্লাইট ধরবেন সন্ধ্যায়।

চ্যাম্পিয়ন হওয়ার চ্যালেঞ্জ ও প্রত্যাশা নিয়ে আরও একবার এশিয়া কাপের মঞ্চে যাত্রা বাংলাদেশ ক্রিকেট দলের। টি-টোয়েন্টির অতীত পরিসংখ্যান নড়বড়ে হলেও সাম্প্রতিক সময়ে সংক্ষিপ্ত এ ফরম্যাটে হ্যাট্রিক সিরিজ জয় এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের স্বপ্ন দেখাচ্ছে টাইগারদের। মিডল অর্ডারে অন্যতম ভরসা জাকের আলীর কথাতেও মিলল শিরোপা জেতার প্রত্যয়।

বাংলাদেশ টি-টোয়েন্টি দল জাকের আলী অনিক বলেন, ‘আমাদের মেইন লক্ষ্য হলো আমাদের চ্যাম্পিয়ন হওয়া। আমরা স্টেপ বাই স্টেপ ভালো একটি টুর্নামেন্ট খেলার জন্য যাচ্ছি।

আরও পড়ুন:

টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ খেলা হয়েছে দুইবার। ২০১৬ সালের আসরে ফাইনাল খেললেও ২০২২ সালে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় বাংলাদেশ। সব ফরম্যাট মিলিয়ে ২০১৮ সালের পর আর ফাইনালে উঠতে পারেনি টাইগাররা।

বড় টুর্নামেন্ট বাংলাদেশ বরাবরই চোক করে। ভারতীয় ক্রিকেট আলোচক আকাশ চোপড়ার এমন মন্তব্যে অবশ্য বিচলিত নন জাকের।

জাকের আলী অনিক আরও বলেন, ‘আমরা আমাদের বেস্ট খেলার জন্য প্রস্তুত আছি। কাউকে জবাব দেয়ার কিছু নেই আমরা আমাদের মতো ভালো খেলব।’

সবশেষ তিন টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর এশিয়া কাপের দলটাকে বলা হচ্ছে সংক্ষিপ্ত ফরম্যাটে দেশের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী দল। তাই অধরা শিরোপা খরা ঘোচাবেন লিটনরা সেই প্রত্যাশার পারদের লেগেছে নতুন হাওয়া।

প্রথম দফায় জাকের আলী অনিক ছাড়াও দুবাইয়ের ফ্লাইট ধরেছেন অধিনায়ক লিটন দাস, পেসার মুস্তাফিজুর রহমানসহ নয়জন ক্রিকেটার। সন্ধ্যার ফ্লাইটে লিটনের সঙ্গে যোগ দেবেন দলের বাকি সদস্যরা।

এফএস