সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বৈরথ বেশ আকর্ষণীয়। নিদাহাস ট্রফি থেকেই সাদা বলের যেকোনো ফরম্যাটে দুই দলের লড়াই দেখতে মুখিয়ে থাকে ভক্তরা। এবার এশিয়া কাপেও বাঘ-সিংহের জমজমাট লড়াইয়ের অপেক্ষা।
টি-টোয়েন্টি ফরম্যাটে ২০বারের দেখায় শ্রীলঙ্কার ১২ জয়ের বিপরীতে বাংলাদেশের জয় আটটিতে। এর মাঝে নিরপেক্ষ ভেন্যুতে শ্রীলঙ্কার তিন জয়ের বিপরীতে বাংলাদেশের জয় একটিতে। তবে গেল জুলাই মাসে শ্রীলঙ্কার ঘরের মাটিতে ২-১ ব্যবধানে লঙ্কানদের হারিয়েছে লিটন বাহিনী।
শ্রীলঙ্কার বিপক্ষে সাম্প্রতিক সময়ে খেলার অভিজ্ঞতা দলে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে বলে বিশ্বাস তানজিম হাসান সাকিবের।
তিনি বলেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে আমরা একটা এক্সট্রা কনফিডেন্স নিয়ে নামবো। বিশ্বকাপে ও শেষ সিরিজেও আমরা তাদের সঙ্গে জিতেছি। এটা আমাদের একটা এক্সট্রা বুস্টআপ দেবে। যেহেতু তাদের সঙ্গে ম্যাচ খেলেছি সেজন্য তাদের প্রতিটি খেলোয়াড়কে আমরা জানি। তাদের দুর্বলতাকেও জানি।’
এশিয়া কাপে চ্যাম্পিয়ন হবার পথটা কঠিন হলেও বাংলাদেশের কাছে ম্যাচ জেতাই গুরুত্বপূর্ণ দাবি করেন তানজিম সাকিব। জানান, প্রতিপক্ষ যেই হোক সব ম্যাচেই জয়ের জন্য মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।
আরও পড়ুন:
তানজিম হাসান সাকিব বলেন, ‘একটা টুর্নামেন্ট আমরা খেলতে আসছি এবং আমাদের টার্গেট অনেক হাই। যে দলের বিপক্ষেই খেলা হোক না কেন, জেতাটা মুখ্য বিষয়।’
এশিয়া কাপের দলগুলোর বিশ্লেষণ নিয়ে বাংলাদেশকে নিয়ে অশ্বীনের তীর্যক মন্তব্যকে পাত্তা দেননি তানজিম। বরং নিজের আগ্রাসী বোলিংয়ের মতোই জানালেন মাঠের খেলাতেই নিজেদের সেরা খেলা উপহার দিতে চান তারা।
তানজিম হাসান সাকিব বলেন, ‘কে কী বললো না বললো, এগুলো বিষয় না। আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি, আমরা এখানে একটা টার্গেট নিয়ে আসছি। আমরা আমাদের সেরাটা খেলবো। এখন আমাদের বড় দল বললো নাকি ছোট দল বললো, সেটা দেখার সময় নেই।’
শনিবার শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হবে দুই দল।