গতকাল (শুক্রবার, ১২ সেপ্টেম্বর) লন্ডনের ব্লুমসবারি এলাকায় সোয়াস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যৌথভাবে ‘জুলাই গণ–অভ্যুত্থানের এক বছর’ শীর্ষক সেমিনার আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যেখানে উপস্থিত ছিলেন উপদেষ্টা মাহফুজ আলম।
আরও পড়ুন:
সেমিনার শেষে স্থানীয় সময় সন্ধ্যায় সোয়াস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পেছনের রাস্তা দিয়ে হাইকমিশনের গাড়ি বের হলে সেটিকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন আওয়ামী লীগের নেতা–কর্মীরা। হাইকমিশনের গাড়ির সামনে শুয়ে পড়ার চেষ্টা করেন কয়েকজন। কিন্তু পুলিশের হস্তক্ষেপে তাঁদের সেই চেষ্টা ব্যর্থ হয়।
এ ঘটনার পর হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন বলেন, ‘আওয়ামী লীগের নেতা-কর্মীরা ধারণা করেছিলেন ওই গাড়িতে উপদেষ্টা মাহফুজও আছেন। কিন্তু তিনি ছিলেন না।’