বোর্নমাউথের বিপক্ষে ম্যানসিটির বড় জয়

ম্যানচেস্টার সিটি দল
ফুটবল
এখন মাঠে
0

ইতিহাদ স্টেডিয়ামে মঙ্গলবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে বোর্নমাউথকে ৩-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। ম্যাচের ১৪ মিনিটে প্রায় ৩০ গজ দূর থেকে জোরাল শট নেন মিশরের ফরোয়ার্ড মারমুশ, বল পোস্টের ওপরের কোণায় লেগে জালে জড়ায়।

৩৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বার্নার্দো সিলভা। ৬৭তম মিনিটে বড় ধাক্কাটা খায় সিটি। পাল্টা আক্রমণে সবাইকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছিলেন এভানিলসন, পেছন থেকে তাকে টেনে ফেলে দিয়ে সরাসরি লাল কার্ড দেখেন মিডফিল্ডার কোভাচিচ।

৮৯ মিনিটে নিকো গনসালেস দারুণ এক গোলে ব্যবধান করেন ৩-০। যোগ করা সময়ের শেষ মিনিটে সফরকারীদের হয়ে একমাত্র গোলটি করেন ড্যানিয়েল জেসিসন। এই জয়ে ৬৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠেছে ম্যানচেস্টার সিটি।

এএইচ