নেশন্স লিগে ফ্রান্সের বিপক্ষে স্পেন দলে চমক, ফিরলেন ইসকো

স্পেন দলে ফিরলেন ইসকো
ফুটবল
এখন মাঠে
0

জুনে উয়েফা নেশন্স লিগের সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে ম্যাচের দল ঘোষণা করেছে স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। দলে বড় চমক ইসকোর অন্তর্ভুক্তি।

দীর্ঘ ৬ বছর পর জাতীয় দলের ফিরেছেন রিয়াল বেতিসের ৩৩ বছর বয়সী প্লেমেকার। সবশেষ ২০১৯ সালে ইউরো বাছাইপর্বে ফারো আইল্যান্ড ও সুইডেনের বিপক্ষে সবশেষে জাতীয় দলের জার্সি চড়িয়েছিলেন ইসকো। ২০২৪ ইউরোতে ডাক পেলেও ইনজুরির কারণে ছিটকে যান টুর্নামেন্টের আগেই।

ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন বার্সেলোনার তরুণ ডিফেন্ডার পাউ কুবারসি ও মিডফিল্ডার গাভি, বাদ পড়েছেন ইনিগো মার্টিনেজ। চলতি মৌসুমে প্রায় পুরো সময় বাইরে থাকা ব্যালন ডি অফ জয়ী তারকা রদ্রির জায়গা হয়নি স্কোয়াডে।

সর্বোচ্চ ছয়জন এসেছেন বার্সেলোনা থেকে আর তিনজন ডাক পেয়েছেন রিয়াল সোসয়েদাদ থেকে। স্কোয়াডে একজন করে আছেন রিয়াল ও আথলেটিকো মাদ্রিদ ক্লাব থেকে।

সেজু