ভুটানের বিপক্ষে ঘরের মাঠে অভিষেকের অপেক্ষায় হামজা-ফাহমিদুল

বাংলাদেশ ফুটবল দলের অনুশীলন
ফুটবল
এখন মাঠে
0

ভুটানের বিপক্ষে ম্যাচে ঘরের মাঠে হামজা চৌধুরী-ফাহমিদুল ইসলামের অভিষেক একপ্রকার নিশ্চিত। অন্যদিকে বাংলাদেশকে এ মুহূর্তে দক্ষিণ এশিয়ার সেরা দল মানলেও জয়ের জন্য নিজেদের সর্বোচ্চ উজাড় করে দিতে প্রস্তুত সফররত ভুটান।

ফুটবলের জাগরণের প্রমাণ যেন বাফুফের প্রেস কনফারেন্স রুম। তাতে বিস্মিত অধিনায়ক জামাল ভুঁইয়াও। এই উন্মাদনা ধরে রাখতে বদ্ধপরিকর জামালরা। আর তাই সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ মূল লক্ষ্য হলেও ভুটানকে হালকাভাবে নিচ্ছেনা বাংলাদেশ।

জামাল বলেন, ‘কাল আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো। তবে আমাদের প্রধান ফোকাসটা ১০ তারিখে। কাল জিততে হবে।’

ভুটানের বিপক্ষে ম্যাচের আগে শেষ সেশনে বৃষ্টি বাগড়া। যদিও সব উপেক্ষা করেই অনুশীলনে মনোযোগী হামজা-ফাহমিদুলরা। দুজনই যে মাঠে নামবেন তার একপ্রকার নিশ্চয়তাই দিলেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।

কোচ বলেন, ‘ফাহমিদুল অনুশীলনে দারুণ করছে। হামজাও দলের সাথে যোগ দিয়ে অনুশীলন শুরু করেছে। সে খেলার জন্য উদগ্রীব।’

কোচ আরো বলেন, ‘ফাহমিদুল যেমন করছে, নিশ্চিতভাবেই কিছু সময় সে পাবে। ম্যাচে সে থাকছে।’

হামজা আসায় দলীয়ভাবেই সমীহ আদায় কর‍তে পেরেছে লাল-সবুজরা। তাই সবশেষ দেখায় জয়ী হলেও এই ম্যাচ জয় কঠিন বলেই মানছেন সফররতরা।

ভুটানের অধিনায়ক বলেন, ‘হামজা আসায় বাংলাদেশ দলের শক্তিমত্তা অনেকটাই বেড়েছে। তারা এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার সেরা দল। ম্যাচটি সহজ হবে না।’

ভুটানের কোচ বলেন, ‘হামজার বিপক্ষে খেলতে পারা আমাদের দলের খেলোয়াড়দের জন্য দারুণ অভিজ্ঞতা হতে যাচ্ছে। ম্যাচটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।’

এসএইচ