টুর্নামেন্টে তৃতীয় স্থান অর্জন করেছে তুরস্ক। পোল্যান্ডের ওয়ার্সোতে ভিন্নধর্মী এই টুর্নামেন্টে অংশ নেয় ২৪টি দেশ। যার মধ্যে ছিল জর্ডান, জাপান ও উজবেকিস্তানের মতো দলও।
হোপ ফর মুন্ডিয়াল নামে এক দাতব্য সংস্থার উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। আয়োজকদের মতে, এই ম্যাচগুলো এতটাই গতিময় যে বাস্কেটবলকেও মনে করিয়ে দেয়। এবার হয়ে গেল টুর্নামেন্টটির দশম আসর। তারা জানিয়েছে, এখন পর্যন্ত ৪৫টি দেশের ১১ হাজারের বেশি শিশু এই টুর্নামেন্টে অংশ নিয়েছেন।