ট্রাম্পের সঙ্গে ফিফা প্রেসিডেন্টের সম্পর্কে নতুন মাত্রা

ট্রাম্প টাওয়ারে অফিসের খুললো ফিফা
ফুটবল
এখন মাঠে
0

মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে চলছে ফিফা ক্লাব বিশ্বকাপ। পরের বছরে একই দেশে অনুষ্ঠিত হতে চলেছে ফিফা বিশ্বকাপের ২৩তম আসর। স্বাভাবিকভাবেই তাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সুসম্পর্ক রাখছেন ফিফা প্রেসিডেন্ট জিওভানি ইনফান্তিনো।

এবার অবশ্য ইনফান্তিনো-ট্রাম্প সম্পর্ক উঠলো নতুন উচ্চতায়। যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে ট্রাম্প টাওয়ারে অফিস খুলেছে ফিফা। গতকাল (মঙ্গলবার, ৮ জুলাই) ফিফা ক্লাব বিশ্বকাপের ট্রফি প্রদর্শনীর সময়ে এ ঘোষণা দিয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো। 

এসময় সেখানে উপস্থিত ছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও এবং ট্রাম্প অর্গানাইজেশনের নির্বাহী সহ-সভাপতি এরিক ট্রাম্প। 

এর আগে, ২০২৪ সালেই মিয়ামিতে ফিফা নিজেদের আইন বিভাগের কার্যক্রম পরিচালনায় নতুন অফিস খুলেছিল। ট্রাম্পের সঙ্গে সাম্প্রতিক সম্পর্ক উন্নতি নিয়ে সাম্প্রতিক ফিফা কাউন্সিলে খানিক আপত্তি উঠলেও, আপাতত সেখান থেকে পিছু হটছেন না ইনফান্তিনো।

এসএইচ