অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ: ভুটানে চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ

ভুটানে অনুশীলন করছে অনূর্ধ্ব-১৭ নারী ফুটবলাররা
ফুটবল
এখন মাঠে
0

ভুটানে বসছে সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টকে সামনে রেখে অনুশীলন সেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। পাঁচ দিন আগেই ভুটান মাঠ ও কন্ডিশনের সাথে নিজেদের মানিয়ে নিচ্ছে দামাল কন্যারা। লক্ষ্য এবার শিরোপা জয়।

গেল কয়েক মাস ধরেই দেশের নারী ফুটবলে ব্যস্ততার শেষ নেই। একের পর এক টুর্নামেন্টে অংশ নিয়ে সাফল্যের ছাপ রেখে চলেছে লাল-সবুজের মেয়েরা। এবার নতুন চ্যালেঞ্জ সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ।

গত শুক্রবার ভুটানে পৌঁছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল। শনিবার ও রবিবার থিম্পুর বাবেনা গ্রাউন্ডে অনুশীলনে ঘাম ঝরায় তারা। অপরিচিত আবহাওয়া ও মাঠের সাথে নিজেদের দ্রুত মানিয়ে নিচ্ছে কিশোরীরা।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দলের কোচ আবুল হোসেন বলেন, ‘আপনারা জানেন ভুটানে অনেক সমস্যা হয়। এটা মেলাতে আমাদের দুই দিন সময় লেগেছে। এমনকি আমাদের ঢাকার মাঠ আর এখানের মাঠে অনেক পার্থক্য। এখানের মাঠগুলো খুব ফাস্ট এবং ওয়েদারও হার্ড থাকে। যে কারণে একটু সময় লাগে।’

টুর্নামেন্ট শুরুর পাঁচ দিন আগেই ভুটান পৌঁছানোর কারণ একটাই নতুন পরিবেশে নিজেদের মানিয়ে নেওয়া। ২০ তারিখ প্রথম ম্যাচেই আমাদের প্রতিপক্ষ স্বাগতিক ভুটান। জয়ই প্রত্যাশা কোচের।

আবুল হোসেন বলেন, আমাদের মেয়েরা অনেক ভালো করছে। প্র্যাকটিসও ভালো করেছে। আমাদের আগামী ২০ তারিখ ভুটানের সঙ্গে আমাদের খেলা। আপনারা দোয়া করবেন। আমরা যেন সুস্থ, সুন্দরভাবে জয় নিয়ে মাঠ থেকে ফিরতে পারি।

আগামী ২০ থেকে ৩১ আগস্ট ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে হবে এই আসর। বাংলাদেশ, ভারত, নেপাল ও স্বাগতিক ভুটান এই চার দল খেলবে ডাবল রাউন্ড-রবিন ফরম্যাটে। প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুইবার করে মুখোমুখি হবে। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলই হবে চ্যাম্পিয়ন।

শেষবার সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল ২০২৩ সালে ঢাকায়। সেবার শেষ পর্যন্ত পয়েন্টে এগিয়ে থেকে শিরোপা জেতে অতিথি দল হিসেবে অংশ নেওয়া রাশিয়া। রানার্সআপ হয়েছিল বাংলাদেশ। এবারের আসরে সরাসরি শিরোপায় চোখ দামাল কন্যাদের।

এএইচ