কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হবে ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলের ড্র: ট্রাম্প

বিশ্বকাপের ট্রফি হাতে ডোনাল্ড ট্রাম্প
ফুটবল
এখন মাঠে
0

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ফুটবলের ড্র। শুক্রবার (২২ আগস্ট) ওভাল অফিসে এ ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও লাস ভেগাসে এ ড্র অনুষ্ঠিত হবে বলে গুঞ্জন শোনা যাচ্ছিল।

ট্রাম্পের ঘোষণার সময় উপস্থিত ছিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। এরই মধ্যে কেনেডি সেন্টারে সংস্কারে ২৫৭ মিলিয়ন অর্থ ব্যয়ের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। 

আগামী ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বহুল প্রত্যাশিত এ ড্র। সেদিন কেনেডি সেন্টারে পারফর্মিং আর্টের জমকালো আয়োজন রেকর্ড গড়বে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। আর সেই অনুষ্ঠানে চেয়ারম্যানের দায়িত্বে থাকবেন ট্রাম্প।

আরও পড়ুন:

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের বিশ্বকাপ। যেখানে ৪৮টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচ। কানাডা ও মেক্সিকোতে গ্রুপ পর্বের ২০টিসহ মোট ২৬টি ম্যাচ হওয়ার কথা রয়েছে। বাকি সব ম্যাচ হবে যুক্তরাষ্ট্রে।

এসএইচ