বিশ্বকাপ বাছাইয়ে বার্সেলোনার সাত ফুটবলার নিয়ে স্পেন দল ঘোষণা

স্পেন দলের খেলোয়াড়
ফুটবল
এখন মাঠে
0

বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচকে সামনে রেখে স্পেন দল ঘোষণা করেছেন কোচ দে লা ফুয়েন্তে। ২৬ জনের স্কোয়াডে বার্সেলোনার জয়জয়কার। কাতালান ক্লাবটি থেকে জায়গা পেয়েছেন একসঙ্গে সাত ফুটবলার। ৪ সেপ্টেম্বর বুলগেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে স্পেনের বিশ্বকাপ বাছাইপর্বের অভিযান।

এরপর ৭ সেপ্টেম্বর প্রতিপক্ষ তুরস্ক। দুই ম্যাচের জন্য ঘোষিত দলে বার্সেলোনার সাতজন হলেন—লামিন ইয়ামাল, পেদ্রি, গাভি, ফেরান তোরেস, পাও কুবার্সি, দানি ওলমো ও ফারমিন লোপেজ।

আরও পড়ুন:

তালিকা থেকে বাদ পড়েছেন সদ্য বার্সেলোনায় যোগ দেয়া গোলরক্ষক হুয়ান গার্সিয়া। ২৫ মিলিয়ন ইউরোয় বার্সায় নাম লেখানোর পরও এবার জাতীয় দলে জায়গা হয়নি তার। দীর্ঘ বিরতির পর স্কোয়াডে ফিরেছেন রিয়াল মাদ্রিদের দানি কারভাহাল ও ম্যানচেস্টার সিটির রদ্রি।

হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গত অক্টোবরে মাঠের বাইরে ছিটকে গিয়েছিলেন কারভাহাল। রদ্রিও ভুগেছেন একই ধরনের চোটে।

সেজু