বিশ্বকাপ বাছাইয়ে জয় দিয়ে শুরু ফ্রান্সের

ফ্রান্স- ইউক্রেন ফুটবল ম্যাচ
ফুটবল
এখন মাঠে
0

২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে ইউক্রেনকে ২-০ গোলে হারিয়েছে ফ্রান্স। ডি গ্রুপ থেকে এক ম্যাচ শেষে তিন পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে গত আসরের রানার আপ ফ্রান্স।

ম্যাচের ১০ মিনিটে গোল করে ফ্রান্সকে ১-০ গোলে লিড এনে দেন মাইকেল ওলিজে। এরপর আর কোনো গোল না হলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ফ্রান্স।

আরও পড়ুন:

বিরতির পর দিদিয়ের দেশমের দল আক্রমণের ধার বাড়ায়। একের পর এক ক্রস, কর্নার আর ফ্রি কিকে দিশেহারা করে তোলে ইউক্রেনের রক্ষণভাগ। আর সেখানেই নৈপুণ্য দেখান ইউক্রেনের গোলরক্ষক আনাতোলি ত্রুবিন। ফ্রান্সের আক্রমণগুলো যেন একা হাতেই প্রতিহত করছিলেন তিনি।

ম্যাচের ৮২ মিনিটে গোল করেন এমবাপ্পে। ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স।

এফএস