গাজায় অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি ইসরাইল

গাজায় অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত ইসরাইল
বিদেশে এখন
0

গাজায় অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে ইসরাইল। প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু সবুজ সংকেত দেয়ার পর প্রস্তাবটি পাঠানো হয়েছে হামাসের কাছে। গতকাল (বৃহস্পতিবার, ২৯ মে) এ তথ্য নিশ্চিত করেছে হোয়াইট হাউজ।

প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য প্রতিনিধি স্টিভ উইটকফের মধ্যস্তাতায় এই প্রস্তাবটি মেনে নিয়েছে তেল আবিব। 

এর আগে, হামাসের পক্ষ থেকে জানানো হয়, ওয়াশিংটনের কাছ থেকে তারা একটি অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব পেয়েছে। পূর্ণাঙ্গ পর্যালোচনার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। প্রস্তাবটি কার্যকর হলে গাজায় ৬০ দিন পূর্ণাঙ্গ অস্ত্রবিরতির শর্ত মেনে নেবে ইসরাইলি প্রতিরক্ষা বিভাগ। 

এ ছাড়া, জীবিত ১০ ইসরাইলি জিম্মিকে মুক্ত করবে হামাস। বিপরীতে ১ হাজার ১০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরাইল।

এসএইচ