ছুটিতে কক্সবাজারে পর্যটকদের ভিড়, চাঙা পর্যটন খাত

কক্সবাজার
ছবিতে কক্সবাজারে পর্যটকদের ভিড়
ভ্রমণ ও পর্যটন
0

ছুটির দিনে কক্সবাজারে সমুদ্রের নোনা জলের স্পর্শে মাতোয়ারা ভ্রমণ পিপাসুরা। ভ্যাপসা গরমে সাগরজলেই যেন স্বস্তি খোঁজার চেষ্টা অনেকের। হোটেলগুলোতে ভাড়া হয়েছে ৬০ থেকে ৭০ শতাংশের বেশি কক্ষ। পর্যটক থাকায় চাঙা সৈকতের ক্ষুদ্র ব্যবসা, হোটেল-রেস্তোরাঁসহ পর্যটন খাত।

আজ (শুক্রবার, ২ মে) সকাল থেকেই সৈকতে ছিল মানুষের উপচে পড়া ভিড়। সৈকতের দোকানগুলোতে বেড়েছে বেচাকেনা। পরিবারের সদস্য, বন্ধুবান্ধব নিয়ে যারা সমুদ্রে নেমেছে তাদের উচ্ছ্বাসের যেন শেষ নেই।

কেউ সমুদ্র স্নানে, কেউ ঘোড়া, বীচ বাইক বা জেডস্কিতে চড়ে আনন্দঘন সময় পার করছেন। সৈকত ছাড়াও মহেশখালীর আদিনাথ মন্দির, রামুর বৌদ্ধ বিহারসহ কক্সবাজার থেকে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের পর্যটন স্পটগুলোও মুখর রয়েছে পর্যটকদের পদচারণায়।

পর্যটক সমাগম বাড়ায় স্বস্তি হোটেল-রেস্তোরাঁ মালিকদের মাঝেও। ভ্রমণরত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত এবং হয়রানি ঠেকাতে সজাগ থাকার কথা জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ।

এসএইচ