বিস্তীর্ণ ফসলের মাঠ যেন হলুদ গালিচা। সরিষা ফুলে উড়ে উড়ে মধু সংগ্রহে ব্যস্ত মৌমাছির দল। ফুল থেকে মধু নিয়ে খেতের পাশে রাখা বাক্সে জমা করছে চাষিদের পোষা মৌমাছি। দিনাজপুরের হিলির মাঠজুড়ে এখন প্রায় একই দৃশ্য।
মৌচাষিরা জানান, সপ্তাহে একদিন সংগ্রহ করা হয় মধু। প্রতিটি বাক্স থেকে মেলে আড়াই থেকে তিন কেজি মধু। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ভালো লাভের আশা চাষিদের।
মাঠ থেকে খুচরায় প্রতিকেজি মধু বিক্রি হয় ৫শ' টাকা দরে। দেখেশুনে খাটি মধু কিনতে ভিড় করেন স্থানীয়রা।
কৃষি বিভাগ বলছে, চলতি মৌসুমে এসব খেত থেকে ৮ থেকে ১০ টন মধু সংগ্রহ হবে। যার আনুমানিক মূল্য অর্ধকোটি টাকা।
হাকিমপুর কৃষি কর্মকর্তা আরজেনা বেগম বলেন, ‘কৃষকরা সরিষা ফসলে মধু বোনাস হিসেবে পাচ্ছে। একইসঙ্গে আমাদের হাকিমপুর উপজেলার চলতি মৌসুমে ৫৬৫টি মৌ বাক্স স্থাপিত হয়েছে। এখানে থেকে প্রতি সপ্তাহে চাষিরা ১ হাজার ২৩০শ কেজি মধু উৎপাদন করতে পারবে। যা আমাদের অর্থনীতি প্রবৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে।’
হিলিতে এবার ২ হাজার ৬শ' হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। যেখানে মধু সংগ্রহের জন্য বসানো হয়েছে ৫৬৫টি মৌ বাক্স।