চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের ধাক্কায় দুই স্কুল শিক্ষার্থীসহ নিহত ৩

চট্টগ্রাম
আইন ও আদালত
এখন জনপদে
0

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই স্কুল শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

পুলিশ জানায়, আজ (১৩ মার্চ) সকাল নয়টায় চট্টগ্রামগামী পূরবী পরিবহনের যাত্রীবাহী বাস ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়।

এ সময় ঘটনাস্থলেই অটোরিকশা আরোহী পাঠশালা পাবলিক স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণির ছাত্র আদিল এবং অটোরিকশা চালক আল আমিন মারা যায়।

এসময় গুরুতর আহত হয় রিজভী ও তুশি নামের আরও দুই শিক্ষার্থী। স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন রিজভীর মৃত্যু হয়।

এসএস