আজ (বৃহস্পতিবার, ১০ এপ্রিল) সকাল ১০ টায় বরেন্দ্র ইয়্যুথ ফোরাম ও বারসিক নামের যুবসংগঠন নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এ কর্মসূচির আয়োজন করে।
এতে নগরীর সাংবাদিক, শিক্ষক, তরুণ-যুবাসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় ব্যানার ও প্ল্যাকার্ডে জলবায়ু পরিবর্তনের নানা দিক তুলে ধরেন আয়োজকরা।
পাশাপাশি সমতলের খরা ও জলবায়ুর ফলে কৃষি বিপর্যয়সহ নানা ভাবে আক্রান্ত মানুষের ক্ষতিপূরণের দাবি জানান তারা।