২ দফা দাবিতে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

সুনামগঞ্জ
২ দফা দাবিতে সুনামগঞ্জ মেডিকেল কলেজে সড়ক অবরোধে শিক্ষার্থীরা
এখন জনপদে
0

সুনামগঞ্জ মেডিকেল কলেজে শিক্ষার্থীদের পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা না দেয়ার প্রতিবাদে এবং দ্রুত সময়ের মধ্যে হাসপাতাল চালুর দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করেছে শিক্ষার্থীরা। সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করছে মেডিকেল কলেজের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা।

আজ (বুধবার, ১৬ এপ্রিল) সকাল ৯টা ৪৫ থেকে মেডিকেল কলেজের সামনে সুনামগঞ্জ-সিলেট সড়কে দুই পাশে ব্যারিকেড দিয়ে রাস্তা অবরোধ করে তারা তাদের দাবি আদায়ের এই কর্মসূচি পালন করছে।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায়, ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম চালু হলেও হাসপাতাল চালু না হওয়ার ক্লিনিক্যালি শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা। এছাড়াও ওয়ার্ড সুবিধা না পাওয়া, ট্রান্সপোর্ট, চিকিৎসা সরঞ্জামের প্র্যাক্টিকাল সুবিধা, পর্যাপ্ত লোকবল অভাব থাকায় দাপ্তরিক ও প্রশাসনিক কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে শিক্ষার্থীদের।

চতুর্থ ব্যাচের শিক্ষার্থী প্রাতিরাজ বলেন, ‘আমরা মেডিকেল পড়াশুনা করতে এসে পর্যাপ্ত সুবিধা পাচ্ছি না। এই মেডিকেল কলেজে এখনও হাসপাতাল চালু হয়নি। পাশাপাশি এখান থেকে সুনামগঞ্জ সদর গিয়ে ওয়ার্ড সুবিধা নিতে হয়, যা একদম পর্যাপ্ত নয়।’

রাস্তা অবরোধ করে এমন কর্মসূচিতে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে শতাধিক যানবাহন আটকা পড়েছে। তবে পুলিশ প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের দাবিকে সমর্থন করে তাদের ক্লাসে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছেন।

সুনামগঞ্জ মেডিকেল কলেজের প্রিন্সিপাল মোস্তাক আহমেদ ভূইঞা বলেন, ‘আমরা শিক্ষার্থীদের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আমরা বলেছি তাদের যে দুই দফা দাবি সেটি দ্রুত বাস্তবায়ন করা হবে।’

এসএইচ