শেরপুরে কাঁচা রাস্তা পাকা করণের দাবিতে মানববন্ধন

রাস্তা পাকা করার দাবিতে শেরপুরে এলাকাবাসীর মানববন্ধন
এখন জনপদে
0

শেরপুরের শ্রীবরদীতে কাঁচা রাস্তা পাকা করণের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীসহ এলাকাবাসী। আজ (সোমবার, ২১ এপ্রিল) দুপুর ২টায় উপজেলার বালুঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আধা ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা সাজিন ছোবহান, আলমগীর হাসান লিটন, সামছুস জামান স্বপন, মোহাম্মদ মজনু, মোহাম্মদ জয়দর আলীসহ অনেকেই।

বক্তারা বলেন, শ্রীবরদী সদর ইউনিয়নের শিমুলচড়া বাজার থেকে বালুঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে দহেরপাড় বাজার পর্যন্ত রাস্তাটি কাঁচা থাকায় বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। বর্তমানে রাস্তাটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।

এ রাস্তা দিয়ে স্কুল ও মাদরাসার শিক্ষার্থীরা চলাফেরায় অনেক অসুবিধা পড়তে হচ্ছে। রাস্তাটি পাকা হলে শিক্ষার্থীসহ জনসাধারণের ভোগান্তি দূর হবে।

বিশেষ করে সামান্য বৃষ্টি হলেই এ রাস্তা দিয়ে যানবাহন চলাচলতো দূরের কথা, পায়ে হেঁটে যেতেও অসুবিধায় পড়তে হচ্ছে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

এএইচ