পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বেলা সোয়া ১২টায় নিহত জহুরুল তার বাড়ির পাশে থাকা চরে ধান চাষ করেছিলেন। সকালে পাকা ধান কেটে রাখেন। দুপুরে বৃষ্টি শুরু হলে পলিথিন দিয়ে কাটা ধান ঢাকতে গিয়েছিলেন। এসময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
কয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন নিহতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত জহুরুল তার বাড়ির পাশে পদ্মা নদীতে শুকিয়ে যাওয়া মাঠে কাজ করতে গিয়েছিলেন। হঠাৎ করে বজ্রপাত হলে মারা যান তিনি।
কুমারখালী থানার (ওসি) মো. সোলায়মান শেখ জানান, নিহতের বাড়ির পাশে মাঠে কৃষিকাজ করতে গিয়ে বজ্রপাতে মারা যান জহুরুল। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।