কেন্দ্রীয় ছাত্রদলের সঙ্গে একযোগে ময়মনসিংহ ছাত্রদলের কর্মসূচি পালন

ময়মনসিংহে ছাত্রদলের অবস্থান কর্মসূচি
এখন জনপদে
0

ছাত্রদল নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যের হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং নিরাপদ শিক্ষাঙ্গনের দাবিতে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের মতো ময়মনসিংহেও কর্মসূচি পালন করছে ছাত্রদল।

আজ (বৃহস্পতিবার, ১৫ মে) বেলা ১২টায় ময়মনসিংহের আনন্দমোহন কলেজের মূল ফটকের সামনে কলেজ ছাত্র শাখার আয়োজনে কালো ব্যাজ ধারণ করে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতারা ঘণ্টাব্যাপী  অবস্থান কর্মসূচি পালন করে। 

এতে কলেজ ছাত্রদল শাখার নেতাকর্মীসহ শিক্ষার্থীরাও অংশ নেন। 

অবস্থান কর্মসূচিতে নেতাকর্মীরা জানায়,  বিগত ১৭ বছর ছাত্রদলের নেতাকর্মীদের গুম,খুনসহ নির্যাতনের শিকার হতে হয়েছে। ৫ আগষ্টের পর অন্তবর্তীকলাীন সরকারের আমলেও হত্যার শিকার হচ্ছে ছাত্রদল নেতাকর্মীরা। 

তাই দ্রুত সাম্য হত্যাকারীদের  দৃষ্টান্তমূলক শাস্তি না হলে কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারিও দেন তারা।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সোহরাওয়ার্দী উদ্যান এর কালীমন্দির সংলগ্ন গেটে কতিপয় সন্ত্রাসীর ছুরিকাঘাতে শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও স্যার এএফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য নির্মম হত্যাকাণ্ডের শিকার হন।

এসএইচ