এর আগে শুক্রবার (১৬ মে) সন্ধ্যার পর হাওরে মাছ ধরতে গিয়েছিল। সকালে না ফেরায় পরিবারের লোকজন খুঁজতে বের হয়। এক পর্যায়ে পেরির হাওরে তাদের মরদেহ পড়ে থাকতে দেখে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় শুক্রবার সন্ধ্যার পর মাছ ধরতে নৌকা নিয়ে হাওরে যায় পাপ্পু মিয়া ও তানজিদ।
কিন্তু মাছ ধরা শেষে ভোর পেরিয়ে সকালেও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুজি শুরু করে। পরে খুঁজতে বের হন। এক পর্যায়ে ওই হাওরেই দুই জেলের মরদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করে।
রাতের বেলায় বজ্রপাত হলে হাওরেই দুই জেলের মৃত্যু হয়েছে নিশ্চিত করেছেন মোহনগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ।
তিনি বলেন, 'বজ্রপাতে মৃতদের জন্য সর্বোচ্চ ২৫ হাজার টাকা ত্রাণ ও দুর্যোগ শাখা থেকে বরাদ্দ থাকে। জেলা প্রশাসক স্যারের সাথে কথা বলে কত দেয়া হবে পরে জানানো হবে।'