পঞ্চগড় সীমান্তে নারী-শিশুসহ ১১ জনকে বিএসএফের ‘পুশ ইন’

পঞ্চগড়
১১ জনকে পুশইন করলো বিএসএফ
এখন জনপদে
0

পঞ্চগড়ে সীমান্তের তিনটি পয়েন্ট দিয়ে নারী, শিশুসহ ১১ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার (১৬ মে) রাত থেকে শনিবার (১৭ মে) দুপুর পর্যন্ত বোদা উপজেলার মালকাডাঙ্গা ও কাজলদিঘী ও ডানাকাটা সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পুশ ইন করা হয়। তারা সবাই বাংলাদেশি নাগরিক বলে জানা গেছে।

বিজিবি জানায়, ভারতীয় পুলিশ তাদের ২ মে ভারতের মুম্বাই থেকে আটক করে ১৭ মে পর্যন্ত পুলিশ হেফাজতে রেখেছিল। পরে ১২৫ জন বাংলাদেশি নাগরিককে বিমানে করে শিলিগুড়ি পাঠায়। তাদের মধ্যে ১১ জনকে পঞ্চগড় সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ ইন করে বিএসএফ।

স্থানীয়রা তাদের সীমান্ত এলাকায় ঘোরাফেরা করতে দেখে বিজিবি ক্যাম্পে খবর দিলে তাদের আটক করা হয়।

সেজু