বড়লেখা সীমান্ত দিয়ে ১৫৩ জনকে পুশ ইন

মৌলভীবাজার
আটক ব্যক্তিরা
এখন জনপদে
0

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে নতুন করে ১৫৩ জনকে ‘পুশ ইন’ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এনিয়ে সীমান্তটি দিয়ে এখন পর্যন্ত ৩০২ জনকে ‘পুশ ইন’ করলো বিএসএফ।

আজ (রোববার, ২৫ মে) ‘পুশ ইন’ করা ১৫৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিজিবি।

ঘটনা নিশ্চিত করে বিজিবি-৫২ অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান জানান, আটকদের মধ্যে লাতু বিওপি ক্যাম্প ৭৯, পাল্লাথল বিওপি ক্যাম্প ৪২ ও নয়াগ্রাম বিওপি ক্যাম্প আটক করেছে ৩২ জন।

বিজিবি জানায়, আজকে আটকের মধ্যে পুরুষ ৪৯, নারী ৫৩ এবং শিশু ৫১ জন। এর মধ্যে সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলায় ৩২; বড়লেখা উপজেলায় ১২১ জনকে হস্তান্তর করা হয়।

এনএইচ