আজ (রোববার, ২৫ মে) ‘পুশ ইন’ করা ১৫৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিজিবি।
ঘটনা নিশ্চিত করে বিজিবি-৫২ অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান জানান, আটকদের মধ্যে লাতু বিওপি ক্যাম্প ৭৯, পাল্লাথল বিওপি ক্যাম্প ৪২ ও নয়াগ্রাম বিওপি ক্যাম্প আটক করেছে ৩২ জন।
বিজিবি জানায়, আজকে আটকের মধ্যে পুরুষ ৪৯, নারী ৫৩ এবং শিশু ৫১ জন। এর মধ্যে সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলায় ৩২; বড়লেখা উপজেলায় ১২১ জনকে হস্তান্তর করা হয়।