দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে ১৩ জনকে বিএসএফের ‘পুশ ইন’

দিনাজপুর
পুশইন করা ১৩ জন
এখন জনপদে
2

দিনাজপুরের বিরল উপজেলার এনায়েতপুর সীমান্তে ১৩ জনকে ‘পুশ ইন’ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল (বুধবার, ২৮ মে) দিবাগত রাতে তাদেরকে ‘পুশ ইন’ করা হয়। যার মধ্যে অধিকাংশই নারী।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করার সময় তাদেরকে আটক করে টহলরত বিজিবির সদস্যরা। পরে তাদেরকে ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। নাম ও পরিচয় যাচাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আটককৃতদের মধ্যে ১১ জন নারী ও দু’জন পুরুষ। নারীদের মধ্যে একজন গর্ভবতী রয়েছেন।

দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হুসেন বলেন, ‘বাংলাদেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় আমাদের প্রতিবেশি দেশ ভারত কর্তৃক পুশ ইনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় সতর্কতার সাথে দায়িত্ব পালন করছে। স্থানীয় জনগণও প্রয়োজনীয় সহযোগিতা করছে।’

তিনি বলেন, ‘বুধবার দিবাগত রাত ১১টা থেকে ১টার দিকে এই সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশ ইন করা হয়। বিজিবি টহল দল তাদেরকে আটক করে ক্যাম্পে নিয়ে আসা হয়। তাদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। বাংলাদেশি নাগরিক পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনানুগ যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, গত এক মাসের বিভিন্ন সময়ে ভারতীয় পুলিশ তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদেরকে কোনো নির্যাতনের বিষয়ে আমাদের কাছে তারা স্বীকার করেনি।’

এসএস