'শিক্ষা হচ্ছে মানুষের আত্মোন্নয়ন উপযুক্ত পথ'

নারায়ণগঞ্জ
শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা বিষয়ক মতবিনিময় সভায় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার
এখন জনপদে
1

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, সমাজ থেকে বৈষম্য দূর করার কার্যকর বাহন হচ্ছে শিক্ষা। এর মাধ্যমে আমরা বৈষম্য নিরসন করতে পারি। শিক্ষা হচ্ছে মানুষের আত্মোন্নয়নের উপযুক্ত পথ। তিনি বলেন, 'সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে মূল্যবোধ সংক্রান্ত নাগরিক তৈরির উপায়। আমরা সবাই মিলে এমন শিক্ষা ব্যবস্থাই গড়ে তুলি।'

আজ (শনিবার, ৩১ মে) দুপুরে 'কেবল নয় ফলাফলমুখী শিক্ষা, বিকশিত হবে মানবতার দীক্ষা' এ স্লোগানকে ধারণ করে শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা বিষয়ক মতবিনিময় সভায় একথা বলেন তিনি।

এসময় শিক্ষা উপদেষ্টা বলেন, 'শিক্ষার গুণগত মান বাড়ানো কোচিং ও নোট বই নির্ভরতা কমানো। সহশিক্ষা কার্যক্রম জোরদার করা, লাইব্রেরি কার্যক্রমকে জোরালো করার মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আলোকিত মানুষ গড়ে তোলার কেন্দ্র হিসেবে তৈরি করা জরুরি।'

এসময় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের বলেন, 'স্বাধীনতার ৫৪ বছর পরেও আমরা একমাত্রিক শিক্ষা ব্যবস্থা চালু করতে পারিনি। বহুমাত্রিক শিক্ষা চালু থাকলে শিক্ষা নিয়ে আমাদের আকাঙ্ক্ষার জায়গায় পৌঁছানো সম্ভব নয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মুহাম্মদ আজাদ খান।

মুখ্য আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এডুকেশন এন্ড রিসার্চের অধ্যাপক ড. মোহাম্মদ মনিনুর রশিদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব ড. খ.ম কবিরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া।

সেজু