পুশ ইন ও চামড়া পাচার রোধে যশোর সীমান্তে সতর্কাবস্থায় বিজিবি

সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা
অপরাধ
এখন জনপদে
2

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে যশোর ও শার্শা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ঠেলে দেওয়া ‘পুশ ইন’, চোরাচালান, এবং চামড়া পাচার রোধসহ ঈদ পরবর্তী যেকোনো প্রকারের সীমান্ত অপরাধ প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)। এ বিষয়ে আজ (শুক্রবার, ৬ জুন) সকালে যশোরের বেনাপোল বিজিবি কোম্পানি সদরে সংবাদ সম্মেলন করেছে বিজিবি।

সংবাদ সম্মেলনে যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, ‘ঈদুল আজহা উপলক্ষে দেশের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ কোরবানির পশু মজুদ রয়েছে। পার্শ্ববর্তী দেশ হতে অবৈধভাবে গরু বাংলাদেশে প্রবেশে দেশিয় খামারিরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য বিজিবি সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।’ 

তিনি বলেন, ‘একইভাবে কোরবানি পরবর্তী সময়ে কোরবানির পশুর চামড়া যাতে সীমান্ত দিয়ে পাচার না হতে পারে, সেজন্যও সীমান্তে সর্বোচ্চ সতর্ক রয়েছে বিজিবি। এ ছাড়াও ‘পুশ ইন’সহ সকল অবৈধ গমনাগমন বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।’ 

তিনি আরো বলেন, ‘সীমান্তে সকল ধরনের অপরাধ সংক্রান্ত বিষয় নিয়ে আমরা বিএসএফের সাথে দফায় দফায় সীমান্ত সম্মেলন করছি, যাতে তারা ‘পুশ ইনের’ নামে মানুষ ঠেলে দেওয়া বন্ধ করে। মাদক চোরাচালান বন্ধেও আমরা সতর্ক অবস্থায় আছি।’ 

সীমান্তের সব ধরনের অপরাধ দমনে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানান বিজিবির এ অধিনায়ক।

এ ছাড়াও যশোর বেনাপোল সীমান্ত পুটখালী, রঘুনাথপুর, ঘিবা, ধান্যখোলা, দৌলতপুর, গোগা, পাঁচভুলোট, অগ্রভুলোট, হরিশ্চন্দ্রপুর, কাশিপুরসহ আরো বিভিন্ন সীমান্তে বিজিবির কড়া নিরাপত্তা টহল জোরদার আছে।

এসএইচ